Home » নিউজ » ইয়ামাহা আয়োজন করছে বছরের সবচেয়ে আকর্ষণীয় কনটেস্ট

ইয়ামাহা আয়োজন করছে বছরের সবচেয়ে আকর্ষণীয় কনটেস্ট

 

 

স্বপ্ন এবার পুরণ হবে। ইয়ামাহা আয়োজন করছে বছরের সবচেয়ে আকর্ষণীয় কনটেস্ট “Dream Bike YAMAHA”। কেন আপনার YAMAHA বাইক দরকার ১-২ মিনিটের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিন এবং জিতে নিন নতুন FZS FI Version 2.0 বাইক।

Dream Bike Yamaha কনটেস্টে অংশগ্রহণের নিয়মাবলী:

১. ইয়ামাহা বাইক কেন দরকার ভিডিওটি আপলোড করুন আপনার ফেসবুক প্রোফাইলে।

২. ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখতে হবে #DreamBikeYamaha

৩. ভিডিওর দৈর্ঘ্য হতে হবে ন্যূনতম ৬০ সেকেন্ড।

৪. ভিডিওতে বাংলা বা ইংরেজি ভাষা ব্যাবহার করতে হবে।

৫. ভিডিওর প্রাইভেসি সেটিং অবশ্যই পাবলিক রাখতে হবে।

৬. কনটেস্ট চলাকালীন সময় এই পোস্টটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে হবে।

৭. ভিডিও আপলোড করার শেষ সময় ২৮শে অক্টোবর ২০১৭।

৮. সবচেয়ে বেশি লাইক, শেয়ার এবং কমেন্টপ্রাপ্ত ১০টি ভিডিও নির্বাচন করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।

৯. ফাইনাল রাউন্ড শেষে একজন বিজয়ী নতুন FZS FI Version 2.0 বাইক পাবেন।

১০. ‘ইয়ামাহা বাংলাদেশ-এসিআই মটরস লিমিটেড’ এই কনটেস্টে অংশগ্রহণকারীদের ভিডিও প্রচারের জন্য ব্যবহার করার ক্ষমতা রাখবে এবং এই কনটেস্টের যে কোনো পরিবর্তন, পরিবর্ধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

Yamaha Motorcycles Bangladesh – ACI Motors Ltd.

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!