Home » বাইকিং টিপস » নিরাপত্তা টিপস » নিরাপত্তামূলক পরামর্শ মোটরবাইক চালকদের জন্য

নিরাপত্তামূলক পরামর্শ মোটরবাইক চালকদের জন্য

 

শহরে চলাচলের জন্য মোটরবাইক একটি দারুন মাধ্যম, পাশাপাশি এর মাধ্যমে জ্বালানি খরচও বাঁচে। সাধারণত গাড়ির চেয়ে মোটরবাইকের দামও কম, তাই যারা নিজেদের জন্য পরিবহনের কোন মাধ্যম খুঁজছেন তাঁদের জন্য একটি সুচিন্তিত বিনিয়োগ। তথাপি, আপনি যদি চালাতে না জানেন তবে মোটরসাইকেল বিপদজনক হতে পারে। তাই, রাস্তায় চালককে কিছু নিরাপত্তামূলক পরামর্শ মেনে চলা জরুরী। নতুন মোটরবাইক চালকদের জন্য কিছু নিরাপত্তামূলক পরামর্শ দেয়া হলো যা আপনাদের নিরাপদে রাখবে।

যথাযথ নিরাপত্তামূলক সরঞ্জাম পরিধান করুন

সর্বপ্রথম, আপনাকে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম পড়ে নিতে হবে যা আপনাকে রাস্তায় নিরাপত্তা দেবে। আপনি যদি এখনও তা না করে থাকেন তবে মোটরবাইক চালনার পূর্বে আপনাকে একটি হেলমেট কিনতে হবে। নতুন বাইক কিনেই তা চালানোর কথা চিন্তাও করা উচিত না, বিশেষ করে আপনার যদি কোন হেলমেট না থাকে। হেলমেটের পাশাপাশি আপনি লম্বা হাতার জামা ও প্যান্ট কেনার কথা ভাবতে পারেন, বিশেষ করে চামড়ার, যা আপনি পড়ে গেলে আপনাকে নিরাপদে রাখবে। হেলমেট পরা ও সঠিক জামাকাপড় পরার মতই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্যান্ডেল পড়ে মোটরবাইক চালাবেন না। যদি কখনও এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে আপানার বাইকটিকে ফেলে দিতে হচ্ছে, সে ক্ষেত্রে আপনার পা যদি অরক্ষিত থাকে তবে আঘাতের ঝুকি থেকে যায়। এটা এড়িয়ে চলতে, মোটরসাইকেল চালানোর সময় জুতা বা বুট পড়ে নিন।

সেটাই নিন যেটা আপনি সামলাতে পারবেন

যদি এটা আপানার প্রথম বাইক চালনা হয়, তবে সবচেয়ে বড় ও দ্রুততম বাইকটি নেয়ার প্রয়োজন নেই। মোটরবাইক চালাতে অনেক ধৈর্য ও দক্ষতার প্রয়োজন যা দীর্ঘদিনের অনুশীলনের মাধ্যমে তৈরি হয়। আপনার আয়ত্তের বাইরের বাইক কিনলে তা আপনার নিয়ন্ত্রণের অতিরিক্ত ভারী বা অধিক শক্তিশালী হবে। তাই, যখন আপনি কেনার জন্য মোটরবাইক দেখছেন, এটা নিশ্চিত করুন যে সেটি আপানার দক্ষতার সীমার মধ্যে আছে। নতুন হিসেবে, ১৫০ সিসি বা ২৫০ সিসি মডেলের কথা বিবেচনা পারেন। ওজনের কথাও মাথায় রাখতে হবে, যেন তা আপনার শক্তির তুলনায় বেশি না হয়ে যায়। আপনার বাইক চালনার উন্নতি হলে, আপনি নতুন বাইক কেনার কথা ভাবতে পারেন। কিন্তু নতুন হিসেবে আপনার সেটাই কেনা উচিত যেটা আপনার দক্ষতার সীমার মধ্যে থাকবে।

বাইক চালানোর কলাকৌশলগুলো অনুশীলন করুন

মোটরবাইক চালক হিসেবে, আপনার সবসময় দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে। এজন্য খোলা রাস্তা ও খালি পার্কিং এর জায়গায় প্রচুর অনুশীলন করতে হবে। আপনি যত অনুশীলন করবেন ততই রাস্তার বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হবেন। মোটরসাইকেল চালনার ক্ষেত্রে নিরাপদ থাকার জন্য আপনাকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে যা গাড়ির মত নয়। তাই যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য আপনাকে অনুশীলন করতে হবে।

আপনার মোটরবাইকটিকে জানুন

আপনি একজন মেকানিক্যাল গুরু না হলেও, কিছু মোটরবাইক মেকানিক্স শেখা খুবই সহজ। অধিকাংশ মোটরবাইকেরই গঠন এক, বড় বাইকগুলোর ক্ষেত্রে কেবল বড় ও শক্তিশালী ইঙ্গিন রয়েছে। আপনার মোটরবাইকটিকে জানলে আপানার দুইটি লাভ আছে। প্রহমত, আপনি বাইকটির সাথে আরও সম্পৃক্ত হবেন এবং সেটির আরও ভাল যত্ন নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আরও জানতে পারবেন কিভাবে বাইকটি কাজ করে এবং সেটি কিভাবে চলে তা সম্পর্কে আপনার একটি ভাল ধারনা তৈরি হবে। আপনার বাইকটি রক্ষনাবেক্ষণ করতে পারলে আপানার মেকানিকের খরচ বেচে যাবে, কেননা আপনি নিজেই মোটরবাইক যন্ত্রাংশ কিনতে পারবেন এবং যে কোন সমস্যা হলে তা সমাধান করতে পারবেন।

অন্যান্য চালকদের ব্যাপারে সতর্ক হোন

রাস্তায় অন্যান্য চালকেরা কি করবে তা কোনভাবেই আন্দাজ করা সম্ভব না। তারপরও, এটা গুরুত্বপূর্ণ যে, মোটরবাইক চালানোর সময় রাস্তায় নিরাপদ থাকতে আপনার যা করার তা করতে হবে। যারা গাড়ী চালায় তাঁরা প্রায়ই আক্রমণাত্মকভাবে চালায়, অর্থাৎ তাঁরা আক্রমণাত্মক ও জেদী হতে পারে। তথাপি, মোটরসাইকেল চালনার সময় আপনাকে রক্ষণাত্মক হতে হবে, অর্থাৎ, আপনার চারপাশ সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে। তাঁর মানে এটা নয় যে রাস্তার সব চালকই খারাপ, কিন্তু রাস্তায় যেই থাকুক না কেন তাঁর সম্পর্কে সচেতন থাকলে তাতে আপনারই উপকার হবে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য প্রস্তুত থাকুন

চালানোর সময় আপনাকে যেকোনো আবহাওয়ার জন্য আরও প্রস্তুত থাকতে হবে। মুহূর্তের মধ্যে পরিস্কার আকাশ ও চমৎকার তাপমাত্রা ঝড়-বৃষ্টিতে রূপ নিতে পারে। যদি তাই হয়, তবে আপনার মোটরবাইক চালনার ক্ষেত্রে আমুল পরিবর্তন করতে হবে। এর প্রস্তুতির জন্য, আপনাকে বিভিন্ন আবহাওয়ায় ছোট ছোট ট্রিপ দিতে হবে। এবং আপনি যদি কখনও কোন আবহাওয়ায় চালাতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তবে থেমে যান এবং ঝড় শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

সবসময় আপনার বাইকটির নিরীক্ষণ করুন

শেষবার আপনি যখন চালিয়েছেন তখন যদিও আপনার বাইকটি ঠিকঠাক মত চলেছে, তবুও প্রতিবার আপনি যখন বাইকটি নিয়ে বাইরে বের হবেন তখন বাইকটি ভালোভাবে দেখে নেওয়া জরুরী। আপনাকে যা করতে হবে তা হল, সবকিছু ঠিকঠাক মত কাজ করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য চেইন, বেল্ট, ব্রেক ও শ্যাফটের দিকে একবার চোখ বুলিয়ে নিতে হবে। এতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগবে, কিন্তু এর অনেক সুফল রয়েছে। অপরদিকে, আপনি যদি আপনার বাইকটি ঠিকমত নিরীক্ষা না করেন তবে আপনি হয়ত জানতেও পারবেন না আপনার বাইকটিতে সমস্যা রয়েছে কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে যাবে।

রাস্তায় মোটরবাইক চালনা আপনাকে দেয় এক নতুন রুপ। আপানার পাশ দিয়ে দ্রুতবেগে বাতাস বয়ে যাওয়া, আশেপাশে অন্যান্য গাড়ী-ঘোড়ার মাঝখানে দ্রুত চালিয়ে যাওয়া এবং আরও অনেক সুবিধার কারণে, অনেকেই মোটরবাইক চালাতে পছন্দ করেন। কিন্তু আপনি যদি মাত্র শুরু করে থাকেন তবে রাস্তায় আপানার নিরাপত্তা নিশ্চিত করতে এই টিপসগুলো মনে রাখা জরুরী।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!