Home » নিউজ » বাইকার হওয়ার স্বপ্ন এবার পূরন হবে।

বাইকার হওয়ার স্বপ্ন এবার পূরন হবে।

 

 

বাইকার হওয়ার স্বপ্ন এবার পুরণ হবে। ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ – এসিআই মটরস লিমিটেড আগামী ২৮শে অক্টোবর, ২০১৭ আয়োজন করতে যাচ্ছে “Motorcycle Riding Training” ইভেন্ট। এই ট্রেনিংটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য উন্মুক্ত এবং ছেলেদের ও মেয়েদের অংশগ্রহণের সুবিধার্থে আলাদা স্থানের ব্যবস্থা রয়েছে। ইভেন্টটি বিজি প্রেস স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাবে অনুষ্ঠিত হবে। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন এবং অংশগ্রহণ করুন “Motorcycle Riding Training” ইভেন্টে।

অংশগ্রহণের নিয়মাবলী:

১। রেজিস্ট্রেশন এর জন্য জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর ইনবক্স করতে হবে ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ – এসিআই মটরস লিমিটেড এর অফিসিয়াল ফেইসবুক পেইজে।

২। ২৬ অক্টোবরের, ২০১৭ রাত ১১টার মধ্যে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নম্বর ইনবক্স করতে হবে।

৩। ২৮শে অক্টোবর, ২০১৭ সকাল ৯: ৩০ এর মধ্যে এসিআই সেন্টারে উপস্থিত থাকতে হবে। ঠিকানাঃ ২৪৫, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ।

ইভেন্টের ঠিকানাঃ বিজি প্রেস গ্রাউন্ড, সাতরাস্তা, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২০৮, বাংলাদেশ।

সময়সূচী: সকাল ১০টা – বিকাল ৫টা।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!