বাইকারদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে মাত্র ২ লাখ টাকায় FZ-S V2 (DD) বাইক নিয়ে এলো ইয়ামাহা!
মে মাসের ধামাকা অফারে FZ-S V2 পাচ্ছেন মাত্র ২,০০,০০০ টাকায় এবং FZ-S V3 এর বর্ষপূর্তি উপলক্ষ্যে আপনাদের প্রিয় এই বাইকটি পাচ্ছেন এখন মাত্র ২,৩৫,০০০ টাকায়।
বাইকারদের সাথে আনন্দের এই সংবাদটি ভিডিও বার্তায় শেয়ার করেছেন এসিআই মটরস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।
এই অফারটি ৩১ মে ২০২০ পর্যন্ত প্রযোজ্য।