মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে রাস্তায় রাস্তায় গাড়ি / মোটরসাইকেল চালানো যাবে না।
শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স বা লার্নার লাইসেন্স প্রাপ্তির পর মোটরযান চালনা শিক্ষা গ্রহণের সময়, প্রশিক্ষকসহ লার্নার লাইসেন্সধারী ব্যক্তি ইন্সট্রাক্টরসহ রাস্তায় মোটরযান চালতে পারবে কিন্তু উক্ত মোটরযানের দৃশ্যমান স্থানে লাল রংয়ের বড় “L” থাকতে হবে যাতে সকলে দেখতে পারে। কোন অবস্থাতেই লার্নার লাইসেন্সধারী ব্যক্তি একা রাস্তায় মোটরযান চালতে পারবে না।
মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর ধারা ৩(১) এ যা উল্লেখ আছে তাঁর সারমর্মের বাংলা হ’ল – ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি রাস্তায় বা জনসাধারণের ব্যবহারের স্থানে মোটরযান চালাতে পারবেন না। অধ্যাদেশে যা আছে তা হুবহু নিম্নরূপ:
No person shall drive a motor vehicle in any public place unless he holds an effective driving licence issued to himself authoring him to drive the vehicle; and no person shall so drive a motor vehicle as a paid employee or shall so drive a transport vehicle unless his driving licence specifically entitles him so to do.
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা পদ্ধতি