
Fzs/fazer fi club bd এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
আজ সকালে নগরীর জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র্যালি ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকায় পালিত হলো Fzs/fazer fi club bd ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
Aci Motors Ltd. এর সহযোগীতায় শুক্রবার সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে প্রায় ১৫০ থেকে ২০০ টি বাইক নিয়ে র্যালি শুরু হয়। র্যালি টি একসময় পূর্বাচল ৩০০ ফিটে পৌঁছায়। সেখানে জুম্নার নামাজের পর কে বি রাইডার্স এর লাইভ স্টান্ট শো হয়। সেখানে উপস্থিত ছিলেন কে বি রাইডার্স, বাইক বিডি, খুলনা রাইডার্স, চট্টগ্রাম , বরিশাল, বগুড়া সহ দেশের বিভিন্ন জেলার বাইকারর্স রা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র এর মধ্য দিয়ে Fzs/fazer fi club bd এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।