স্বপনো টা ছিলো অনেকে আগে থেকেই আমি Fz কিনবো কিন্ত বাবা কে খুব বয় পাইতাম তাই কোন দিন বলতেও পারতাম না।তখন সময় ছিলো স্কুল লাইফ তেমন একটা পড়া লেখাও করি নাই সারা দিন বাইক দিয়ে বেরাতাম তখন একটা পালসার ছিলো তাও আমার না দুলা ভাইয়ের। পড়ে এমন করে আর পড়া লেখা হলো না পড়ে বাবার অফিসে গিয়ে বসলাম। এখন আমি ব্যবসা করি বাবা কে তেমন একটা অফিসে যাইতে দেইনা আল্লাহ রহমতে আমার ব্যবসা খুব ভালো চলতাছে। তারপড় রোজা এলো মাথায় পোকা টা ঠিকও ডুকে গেলো বাইক কিনবো তারপড় পেলান টা ওলটা করলা এক পাটি দিলো ২০ লাখ টা তখন ওই বাবা কে ১৭লাখ দিয়ে ৩লাখ রেখে দিয়ে বাবা কে বললাম টাকা লাগবে। বাবা জিগাসা করলো না কি করবি বাবা মনে করছে আমি ক্যমিকেল কিনবো পড়ে যাই হোক বাবা কে বললাম আমি বাইক কিনবো টাকা লাগবে তখন বাবার বন্দুরাও ছিলো পড়ে আমাকে না বলে দিলো আমি কি খারাপ টা কম নাকি কান্নার বাব দরলাম পড়ে বললো যা কিনিছ আমি বলে আসলাম আমার কাছে ৩ লাখ আছে আমি বাইক কিনবো বলে অফিসে চলে গেলাম। পড়ের দিন সকালে চলে গেলাম কাজিপাড়া প্রথম কাষ্টমার ছিলাম। কাহিনিটা ২২রমজান গিয়ে আমার টাইগার টাকে নিয়ে আসলাম।
বাবা একটু রেগে ছিলো পড়ে বাইক দেখে রাগ চলে গেছে আমার বাইক টা কে হাত দিয়ে দেখলো আমার বাবার ও একটা বাইক আছে যার বয়স ২২বছর CDi
পড়ে ইফতার করলাম রাএো বেলায় আমার কলিজা মানে মা আমার টাইগার টাকে বরন করছে আমি অনেক খুশি হয়েছিলাম।মা বলছিলো সুন্দর হইছে আমি অনেক খুশি হইছি।
আমার বাবা কথা আমি যদি কাজ ঠিক মত করি যা চাইবো তাই পাইবো ঠিক তাই সব ওই পাই আর কিছু পাওর নাই এখন শুধু তাদের সেবা করতে পারলে আমি চিরো জীবনের জন্য খুশি থাকবো
#I_love_You_Baba
#I_love_you_Ma