Home » নিউজ » KEEWAY মোটরসাইকেল কিনে জিতে নিন আকর্ষনীয় পুরস্কার

KEEWAY মোটরসাইকেল কিনে জিতে নিন আকর্ষনীয় পুরস্কার

 
 

KEEWAY সারপ্রাইজ অফার

KEEWAY মোটরসাইকেল কিনে SMS করুন এবং জিতে নিন আকর্ষনীয় পুরস্কার:
 
১মপুরস্কার: ১০০% ক্যাশব্যাক অফার – ৫টি মোটরসাইকেল।
২য়পুরস্কার: ঢাকা – ব্যাংকক – ঢাকা – ২০টি এয়ার টিকেট।
৩য়পুরস্কার: মোবাইল সেট – ৫০টি মোবাইল হ্যান্ডসেট।
এছাড়াও থাকছে KEEWAY আকর্ষনীয় গিফট হ্যাম্পার।
 
এই অফার ১লা নভেম্বর ২০১৭ থেকে ৩০শে নভেম্বর ২০১৭ পর্যন্ত বলবৎ থাকবে।
 
SMS করার নিয়মাবলি:
 
আপনার নাম, মোটরসাইকেল ক্রয়ের তারিখ, চ্যাসিস নাম্বারের শেষ ৬ ডিজিট লিখুন এবং পাঠিয়ে দিন ০১৯৯০৪০০৬০০ এই নাম্বারে।
(BIPLOB-DD/MM/YY-XXXXXX SEND TO 01990400600)
 
শর্তাবলীঃ
১। SMS দাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ীদেরকে নির্বাচন করা হবে।
২। অফারের সময়সীমা শেষ হবার পর সকল পুরস্কার বিজয়ীদের নাম Keeway Bangladesh এর অফিসিয়াল পেইজে পাবলিশ করা হবে।
৩। এই সারপ্রাইজ অফার চলাকালীন সময়ে যেকোন নিয়মাবলি “স্পীডোজ লিমিটেড” পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখে।
৪। স্পীডোজ লিমিটেড বা এর কোন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে জড়িত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবেন না। পুরস্কার পাওয়ার পর এইরকম কোন ধরনের সম্পৃক্ততার প্রমান পওয়া পেলে পুরস্কার বাতিল বলে গন্য হবে।
৫। Keeway এর যেকোন শোরুম বা অথরাইজড ডিলার পয়েন্ট থেকে Keeway এর যেকোন মডেলের মোটরসাইকেল কিনে এই অফারে অংশগ্রহন করতে পারবেন।
 
সূত্র: https://www.facebook.com/KeewayBangladesh

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!