Home » নিউজ » SUZUKI নিয়ে এলো নতুন দুটি মডেলের জিক্সার

SUZUKI নিয়ে এলো নতুন দুটি মডেলের জিক্সার

 

সুজুকির স্পোর্টস বাইক জিক্সার এলো নতুন রূপে। নতুন দুই মডেলে বাজারে মিলছে সুজুকি জিক্সার। সুজুকি জিক্সার এস এফ এর নতুন দুটি মডেল (লাল ও কালো) এর আনুষ্ঠানিক উন্মোচন করেছে সুজুকি র‌্যানকন মোটরবাইকস লিমিটেড।

আজ ২৯ অক্টোবর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে সুজুকির ফ্ল্যাগশিপ শো-রুমে নতুন মডেলের এই বাইক দুটির উন্মোচন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ছিলেন কোম্পানিটির হেড অব সেলস রাশেদ হাসান এবং হেড অব ফাইন্যান্স সুমাইয়া লোদী। 

নতুন জিক্সার এস এফ এ থাকছে আকর্ষণীয় ডিজাইন এবং আরও উন্নত বি এস ফোর স্ট্যান্ডার্ড ইঞ্জিন।

তরুণদের কাছে দারুণ জনপ্রিয় সুজুকির জিক্সার মডেলের বাইকটি। এর আকর্ষণীয় লুকিং এবং শক্তিশালী ইঞ্জিন একে অনন্যতা দিয়েছে। 

সুজুকি জিক্সারে রয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার। এতে আছে সকল সাধারণ ফিচার ও আরপিএম মিটার, ঘড়ি, গিয়ার ইন্ডিকেটর। মিটারের ব্যাকগ্রাউন্ড এর রঙটি অনেক আনকমন। যা অনেকটা কমলা রঙের মতো মনে হলেও বাস্তবে লালচে-কমলা রঙ। 

এই বাইকটিতে রয়েছে একটি ২ ভাল্ববিশিষ্ট ১৫৫ সিসি ইঞ্জিন যা ১৪.৬ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক উৎপন্ন করে। 

জিক্সারে রয়েছে সুজুকির নিজস্ব SJCS অর্থাৎ Suzuki Jet Cooling System । ফলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে গেলে এই সিস্টেমটি পিস্টনের গায়ে তেল স্প্রে করে । 

সুজুকি জিক্সারে পাঁচটি গিয়ার রয়েছে। 

সূত্র: Dhakatimes24

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!