Home » নিউজ » YAMAHA মোটরসাইকেল EMI তে কেনার সুযোগ!!!

YAMAHA মোটরসাইকেল EMI তে কেনার সুযোগ!!!

 
ইয়ামাহার সকল মোটরসাইকেল ব্রাক ব্যাংক এবং প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৫০% ডাউন পেমেন্ট দিয়ে যে কোন শোরুম থেকে নেওয়া যাবে।

ইন্সটলমেন্ট শিডিউল হবে ৩ ধরনের।

৬ মাস /১২ মাস এবং ২৪ মাস।

১। প্রতি ক্ষেত্রে ৬ মাসের ইন্টারেস্ট এসিআই মটরস্ বহন করবে এবং ইন্টারেস্ট এককালিন ভাবে ডাউন পেমেন্টের সাথে দিতে হবে যা ইন্সটলমেন্টে কোন প্রভাব ফেলবেনা। ২। রেজিস্ট্রেশান চার্জ EMI-এর অন্তর্ভুক্ত নয়।

ইন্টারেস্ট রেটঃ

৬ মাস  – শুন্য ইন্টারেস্ট চার্জ১২ মাস – ৭% (৬ মাসের চার্জ এসিআই মটরস্ বহন করবে) ২৪ মাস – ১৩% (৬ মাসের চার্জ এসিআই মটরস্ বহন করবে)

৬ মাসের ক্ষেত্রে ইন্টারেস্ট এবং ইন্সটলমেন্ট সাইজ।

১২ মাসের ক্ষেত্রে ইন্টারেস্ট এবং ইন্সটলমেন্ট সাইজঃ

২৪ মাসের ক্ষেত্রে ইন্টারেস্ট এবং ইন্সটলমেন্ট সাইজঃ

Frequently asked questions (FAQ)

১। প্রশ্নঃ ব্রাক এবং প্রাইম ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে নেওয়া যাবে?
উত্তরঃ জি না স্যার। শুধু মাত্র ব্রাক ব্যাংক ও প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে নেওয়া যাবে।
২। প্রশ্নঃ আমি ৫০% ডাউন পেমেন্ট এর বেশী দিব এবং EMI নিতে চাই।
উত্তরঃ দুঃখিত স্যার। EMI সুবিদার জন্য ৫০% ডাউন পেমেন্ট এবং বাকি টাকা ৬,১২ অথবা ২৪ মাসের কিস্তিতে নিতে হবে।
৩। প্রশ্নঃ আমি EMI নিবনা, আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারব?
উত্তরঃ জি স্যার। পারবেন।
৪। প্রশ্নঃ ইন্টারেস্ট কি প্রতি মাসে কাটা হবে নাকি একবারে ?
উত্তরঃ একবারে চার্জ হবে।
৫। প্রশ্নঃ উপরে উল্লেখিত হিসেবে কি ৬ মাসের ইন্টারেস্ট বাদ দিয়ে দেখানো হয়েছে ?
উত্তরঃ জি স্যার। প্রতি ক্ষেত্রেই ৬ মাসের ইন্টারেস্ট যা এসিআই মটরস্ বহন করবে তা বাদ দিয়ে দেখানো হয়েছে।

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!